যখন স্বৈরাচারী মানব জাতি শ্রেষ্ঠত্বের সিংহাসনে রত,
তার পায়ের নীচে ধ্বংসস্তূপ,স্তরীভূত কত শত
প্রতিবাদ-যারা ক্ষত-বিক্ষত ;


গগনচুম্বী আসক্তি-বিষ ক্রমশ তার শিরায় শিরায় বয়
সে ছটফট করে আর হেসে ওঠে, বুঝি বিষের প্রভাব
এমনতরই হয় ।।


এমন সময় উদ্ভটনামা অদৃশ্য কোন ভাইরাস রূপী দল
বসত করে বুকের মাঝে,বিষবাষ্প ছড়ায় অনর্গল ।।


শ্রেষ্ঠ জাতি ছন্নছাড়া,শক্তি হারিয়ে ক্রমে হয় জেরবার
গৃহবন্দি করলো তাদের,মৃত্যুদূতের এমনই কারবার ।।


দূষণ নাকি কমছে আরো,পরিযায়ী পাখি ফিরছে নদীর পাড়ে,
এমনটা আর চললে কদিন,আকাশগঙ্গা দেখাই যেতে পারে ।।


মরলে মানুষ,কাঁদবে কি ওই পাখির দল আর এ আদিম পৃথিবী,
না হাসবে তারা তাকিয়ে দেখে, শ্রেষ্ঠ জাতির সলিল সমাধি?


অশরীরী কোনো শবের ন্যায়ই মানুষকে কুরে খাচ্ছে অলীক ভয়
কালের গ্রাসে,শ্রেষ্ঠ জাতির আভিজাত্য আজ অভিশপ্তময় ।।