কেমন হতো ইচ্ছের তালে হাতের রেখা রং বদলালে,


হয়তো সকালে মাখতো হেসে সোনায় মোড়া হাজার আলো
কিংবা হয়তো আসতো রাত্রে বিষের বন্যা খুব জোরালো,


হয়তো জীবন একলাফেতে হিমালয়ের শিখর ছুঁতো
কিংবা হয়তো ক্যানিয়নের গভীর খাদে খেই হারাতো,


হয়তো কালের চক্রটাকে থামিয়ে দিতো এক নিমেষে
কিংবা হয়তো সৃষ্টিরাজি ধ্বংস হতো নির্বিশেষে,

কেমন হতো ইচ্ছের তালে হাতের রেখা রং বদলালে
এই অজানার হিসেব কষে ভীষণ বোকা জীবন চলে ।।