খেলাঘরে শুধুই খেলা
ভেবো না তা কেউ
দেখবে এসো কত কাজ আর
কত খুশীর ঢেউ।

ভাই আসছে বোন আসছে
আসছে নানা নানী
সবাই হাসে সকল কাজে
কত কী যে জানি।

সুখে দুখে সবার সাথে
হাসা কাঁদার খেলা
এই জগতে খেলাঘরের
খেলা আছে মেলা।

ধম্ম কম্ম সেবা সাম্যে
হৃদয় যেন ভরে--
এই গানটা গাইছে সবাই
নিত্য খেলাঘরে।