প্রভুকে খুজিতে ছাড়িছ তুমি
আপন ঘর ও দুয়ার,
খুজে দেখ হৃদয়ে আছে প্রভু
খুলে দয়ার ভান্ডার।
.
চাওয়াতে যদি আস্তা থাকে
তোমার এক প্রভুরি উপর,
চাইলে কিছু পাইতে পার
প্রভু তো দয়ার সাগর।
.
নিরাশ হয়ে পরোনা কভু
প্রভু যে পরিক্রমা,
পাহাড়সম দোষ করে ও
পাইবে তুমি ক্ষমা।
.
ধ্যান ধারনা প্রভুর তরে
বিলেয়ে দাউ তব প্রাণ,
প্রভুর নামে "মিত্যে উল্লাশ"
করে দাউ আজি কোরবান।
.
মানুষ রুপে জন্ম তোমার
তুমিই শ্রেষ্ট জীব,
প্রভুই তোমায় বানিয়েছে রাজা
তুমি তো নউ গরীব।
.
জ্ঞানে কর্মে সবার আগে
সবি প্রভুর দান,
প্রভুর মুখে হাসি ফোটাও
করোনা কভু ম্লান।
.
তোমার সেবায় সৃষ্টি রয়েছে
হাজারো মাখলোক,
সৃষ্টিপানে চেয়ে থেক
ফিরিয়ে নিয়োনা কভু মুখ।
.
হাতের মুঠোয় সর্গ পেয়েও
পাউনি যেন তবু কিছু,
মিচে ভবের প্রেমে পরে
ছোটে চল তার পিছু।
.
মাস্তি সুখে নাছ তুমি, জানোকি?
কার দেয়া শক্তি তোমার গাঁয়?
আজি সাধ আহলাদ সব
ভুলে গিয়ে লোটাউ প্রভুর পাঁয়।
.
চাইলে প্রভু করিতে পারেন
সর্গ তোমায় দান,
ভুল ত্রুটি মুচে দিতে পারেন
আমার প্রভু যে মহান।