২০১৮ নিয়ে আসুক সফলতার অনুরণন
--সুহেল ইবনে ইসহাক


তমসা কেটে পূর্ব দিগন্তে আবহমান সূর্য
আবার শুরু করলো নবযাত্রা।
নুতন মানেই চির তরুন, নুতন মানেই এগিয়ে যাওয়ার স্বপ্ন।
নুতন বছর মানেই ছোট বড় সবার কাছে নুতন দিনের প্রেরণা,
নুতন ভাবে জেগে ওঠার তাগিদ,
অনিষ্টের বিরুদ্ধে নুতন করে লড়াই করার স্বপ্ন।
সকল সুখ-দুঃখের সালতামামী ঝেড়ে মানুষ
আগামীর নুতন স্বপ্ন বুনবে।
এভাবে ভুলে থাকার চেষ্টা বিগত দিনের
যাতনাময় দুঃখের সাতকাহন।
এই মানব চরিত্রের একটি স্বভাবজাত নিয়ম।


নিয়মের নিগড়ে বাঁধা অনিয়মের
নিত্য ঘটনা ঘটমান এখনকার বিশ্ব জুড়ে,
অনেক দখল-বেদখলের সচিত্র প্রতিবেদন দেখে
হয়েছি প্রতিবাদী, অনেক অগ্নিদাহে হয়েছি জর্জরিত,
অপার বেদনায় ব্যথিতচিত্তে করেছি বিচার দাবী I
তবুও হাত বাড়াই আশার আলোর  নামে,  
সে আশাময় হাতগুলি ধরেই বিশ্বে আসুক নুতন বছর I
অনেক অনিয়মের মাঝারে চেয়েছি দেশের উন্নতি I
বাঙালির চোখে আজ এগিয়ে যাওয়ার স্বপ্নের ঝিলিক,
মাঠের সবুজ ফসল, নুতন ব্রীজ,
নুতন আশার হাতছানিতে মেতে উঠেছি I
যা কিছু শুভ তারই ইঙ্গিতে হয়েছি উদ্বেলিত I
অশুভ-অমঙ্গলের অশনিচিহ্ন চেয়েছি দূরে হঠাতে I
মনেপ্রাণে প্রাণিত হই শুভ’র পানে I
সারাটি বছর শিশুরা নিরাপদে থাকুক,
এ বিশ্ব সকল শিশুর বাসযোগ্য হউক,
মানুষ থাকুক নিরাপদে, জগত হউক শান্তির পরম ঠাঁই।
হিংসার অভিশপ্ত দাবানল নগ্ন পায়ে দলে,
ফুলেল ভালোবাসার ডালি সাজিয়ে স্বাগত তোমায়,
নুতন বছর ২০১৮ I


রচনাকাল:২৬ ডিসেম্বর,২০১৭, টরন্টো,কানাডা I