বিরহের পঞ্চভূজ
--সুহেল ইবনে ইসহাক
বিশ্ব জুড়ে অনিশ্চয়তা ও আশঙ্কার কালো মেঘ,
ভালোবাসার শহরে আজ মৃত্যুর মিছিল, শিল্পের শহরে হাহাকার,  
আর স্বপ্নের শহরে দুঃস্বপ্নের কালো রাত ।
জগৎ জীবনে অশনি সংকেত ।
সভ্যতার বিপর্যয়, সম্পদের বিপর্যয়, মানবতার বিপর্যয়,
উদারতার বিপর্যয় সর্বোপরি মনুষ্যত্বের বিপর্যয় আজ সর্বত্রচারী ।  
সভ্য মানুষের অহমিকার কী মর্মান্তিক পরিণতি !  
বিশ্ব বৈষম্য আজ উন্মোচিত ।
করোনা ভাইরাসের বিশ্বায়ন ঘটেছে,
দারিদ্র্য দূরীকরণের প্রয়োজনীয়তা বিশ্বসভায় জানান দিচ্ছে,
আজ বিচ্ছিন্ন দ্বীপে জেগে উঠা চরে শুধু মৃত্যুর প্রহর গোনা।
অনিশ্চিত ভবিষ্যত ও সামাজিক বিচ্ছিন্নতা আমাদের অনেকের মধ্যেই  
বিষণ্ণতার বীজ বুনে ।
জীবন আজ প্রশ্নের সম্মুখীন, ভয় পাওয়া তাই স্বাভাবিক ।
অনিশ্চয়তার দোলাচলে ভুগতে থাকা হৃদয় মাকড়সার জাল বুনে।  
চলে যাওয়ার আগে, বিদায় নেবার আগে যদি পেতাম
ভালোবাসার আদর মাখানো সেই মমতাময়ীর কোল,
সনির্বন্ধ আলিঙ্গন করে নিতাম শেষবারের মতো ।  


শেষ বিকেলের পড়ন্ত আলোয় মোহ ছড়ায় কৃষ্ণচূড়া,
তবুও আশার প্রহর গোনা, আরতো কটা দিন, একদিন সব ঠিক হয়ে যাবে,
অপেক্ষার প্রহর শেষে আবারো আসবে প্রতীক্ষার ভোর।  
সেই সুদিনের আশায় স্বপ্নের জাল বুনা ।
সমীরণ আবারো বইবে, পাখিরা গাইবে গান,
নদীর স্রোত বইবে নিরন্তর,
ঘুম ভাঙা রাতের আকাশে চাঁদ হাতছানি দিয়ে ডাকবে,
তারারা মিটি মিটি হাসবে,
আকাশের কোথাও থাকবেনা কালো মেঘ,
বিরহ নেই, দুঃখ নেই, নেই রোগ-শোক, নেই জ্বালা-যন্ত্রনা,
শুধু এক সুন্দর পৃথিবী।
এতো কিছুর পরেও দগ্ধ হৃদয়ের প্রান্তে অটুট এ বিশ্বাস একজন আছেন,
এ ধরায় বইবে তারই করুনার ধারা ।।


রচনাকাল : ১৯ এপ্রিল ২০২০, টরন্টো, কানাডা।