হই হই রই রই এ ধরাতে চলছি মোরা সবে,
কে জানে হায় এ দেহটা, কয়দিন রবে ভবে II

জীবন নদী চলছে বয়ে,থামছে মোহনায়,
জীবন সন্ধ্যায় ভাবছি এসে,করছি হায়রে হায়,
অর্থহীন এ রঙ্গশালা,আসছে অনুভবে I
হই হই রই রই এ ধরাতে চলছি মোরা সবে
কে জানে হায় এ দেহটা কয়দিন রবে ভবে II

সব কিছুই শেষ হবে ভাই,থাকবে শুধু কর্ম,
সফলতা আসবে তারই,মানবতাই যার ধর্ম,
গুনছি প্রহর এ জীবনটা সাঙ্গ হবে কবে I
হই হই রই রই এ ধরাতে চলছি মোরা সবে
কে জানে হায় এ দেহটা কয়দিন রবে ভবে II

(রচনা কাল : নভেম্বর ১৪, ২০১৪)