বাংলা মায়ের সন্তান
-- সুহেল ইবনে  ইসহাক


হাজার কোটি টাকা দিয়ে
কেনা যায়না যা,
লক্ষ্ কোটি টাকা দিয়েও
মিলবে নাযে তা.
সে যে হলো সুখপাখি
থাকে অচিনপুরে,
টাকাওয়ালা মানুষ থেকে
রয় অনেক দুরেI
অর্থ বৃত্ত আনে কারো
বুক ভরা দুখ,
মোটা কাপড়, মোটা ভাতে
আছে মহা সুখ I
অনেক কষ্ট ওদের তবু
মুখ ভরা হাসি,
বাংলা মায়ের সন্তান সবাই
বাংলা ভালোবাসি I