ঘুঙ্গাদিয়া: সুখের অনুরণ
----সুহেল ইবনে ইসহাক


সবুজ সুন্দর অপরূপ শোভা
উদাসী সমীরণ,
এই রূপসীর রূপের মায়ায়
রঙিন আমার মন I
শিক্ষক,ব্যাংকার, কৃষক সহ
নানা পেশাজীবির বাস,
উদাস হাওয়া, সুখ -শান্তি আর
মায়াবী সবুজ ঘাস I
মক্তব, স্কুল,মাদ্রাসাতে
দীক্ষা সবাই পায়,
এই নিয়া গ্রামবাসীদের
সুখে জীবন যায় I
গ্রাম যেন নয় হরেক রকম
একটি ফুলের বাগ,
গ্রামটি আমায় লালন করেছে
দিয়েছে অনুরাগ I
গ্রাম বাঁচাই, অশান্তি ঠেকাই
সুন্দর করি মন,
সেইতো আমার ঘুঙ্গাদিয়া
সুখের অনুরণ I


রচনাকাল: নভেম্বর ২,২০১৫
টরন্টো, কানাডা