আসুন সবাই জাগি (গীতি কবিতা)
---সুহেল ইবনে ইসহাক
******************************
চোখ খুলে চেয়ে থাকাই
জেগে থাকা নয়,
মনের দুয়ার খুলে
সত্যকে ধরে তুলে
তবেইতো আসলে
জেগে থাকা হয় II


নিদ্রাহীন রাত-ভোরে
প্রেমিকের হাত ধরে,
গভীর প্রেমেতে ডুবে
বয়সের অতি লোভে,
শুধু স্বপ্ন নিয়েই কি
বেঁচে থাকা হয়?


অনাহারী পথ শিশু
মুখে নেই তার কিছু,
মুখ তুলে নাহি বলে
ভাসছে সে চোখের জলে,
কান্নাকে করে জয়
দূর করিব ভয় II


আঁধারে তে সব ঢাকা
যাবেনা যে আর থাকা,
দুরিব যে সব কালো
দিয়ে আজ জ্ঞানের আলো,
আসুন সবাই জাগি
সুহেল ইসহাক কয় II


********************************
রচনাকাল ও স্থান: জানুয়ারী ১৭,২০১৬
                      টরন্টো , কানাডা