স্বাধীনতার স্বরূপ  
---সুহেল ইবনে ইসহাক

স্বাধীনতা  তুমি,  ফসলের মাঠে শিশিরের জলরাশি ,
জয় উল্লাস  নিরবতা ভেঙ্গে দেয়া হৃদয়ের নাচ ,
দিগন্ত জোড়া সবুজের সুখ, বুকে নিয়ে হাসে ধরা I

স্বাধীনতা  তুমি,  দু লক্ষ মা বোনের দীর্ঘদিনের কান্নার সমাপ্তি ,
সাত কোটি বাঙালির কাঙ্খিত স্বপ্নের বাস্তবায়ন,
প্রভাতী  সুরে বিজয়ের গান I
ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকা জাতির সূর্যোদয়,

স্বাধীনতা  তুমি,  সুরমা, মনু  আর কুশিয়ারা নদীতে
সুজন মাঝির নায়ে
হাওয়ায় উড়ানো পাল I
দাঁড় বেয়ে চলা নৌকা,লাঙ্গলের ফলায় উর্বর মাটি,
সোনালী ধানের শীষে বহে চলা এক শোনিত মলয় I

রচনাকাল ও স্থান: ডিসেম্বর ১8, ২০১৪
            টরন্টো, কানাডা