অসমাপ্ত কবিতা
    --সুহেল ইবনে ইসহাক


সময় আর নদীর স্রোত আপন গতিতে বয়ে যায় I
আর আমরা এক পা দু’পা করে হাঁটতে শিখি,
জীবনের একেকটি ধাপ পেরিয়ে ক্রমান্বয়ে বড় হয়ে উঠি I
বাতায়ন পানে তাকালে মনে হয়
খুব অল্প সময়েই অনেক দূরের পথ পাড়ি দিয়ে ফেলেছি I
সাত সমুদ্রের ওপারে,
পত্র পল্লবহীন তুষারাচ্ছন্ন পাইন গাছের অসহায় নিরবতাকে
জীবনের সমাপ্তি ভ্রমে,
পথিক জীবন কবিতার সমাপ্তি টানতে উদগ্রীব I
এই অল্প সময়ের মধ্যেই রচিত হয়ে যায় কত শত কবিতা..
লিখতে লিখতে জীবন খাতা
একদিন শেষ হয়ে যাবার উপক্রম হয়,
পড়ে থাকে অযত্নে কোন এক তুষারাচ্ছন্ন পাইন গাছের কান্ড পাশে I
কখনো কখনো কবিতাগুলো সমাপ্ত হয়, কখনোবা অসমাপ্তই থেকে যায়,
নতুন করে শুরু হয়, কোন এক নতুন আখ্যানবস্তু.....I
*************************************
রচনাকাল: ১২ এপ্রিল,২০১৬, টরন্টো, কানাডা I