চাই কবিতা
      --- সুহেল ইবনে ইসহাক
একটি কবিতা পাই কোথায় ?
কবিতা পাঠ করতে করতে সেই প্রস্তরযুগও পেরিয়ে এসেছো,
আজ একটি কবিতা যদি শুনিয়ে দিতো কেউ I
আমি বিরহী হতে পারি,
হতে পারি ব্যর্থ একজন,
পরন্তু আমি তুবড়ির মত আনন্দ দিতে পারি I
একটি কবিতা....
একটি কবিতা যদি শুনিয়ে দিতো কেউ I
সৃজনশীলতা কখনোই সন্ত্রাস নয়,
জঙ্গী হানা, রক্তবন্যা, মৃত্যু, তবুও কবিতা...
কবিতার বর্ণে, ছত্রে প্রতিবাদ আসে I
বিশুদ্ধতা ও মনোরম থেকে বহুদূরে এরা,
অথচ সুন্দরের স্রোত একজনকে কবিতায় পৌঁছে দেয় I
আরো একজন কবির জন্যই শুধু নয়,
মূর্ত ভাবনার কবিতা হোক পাঠকের জন্য,পাঠক সৃষ্টিতে I
তবেই কবিতার শব্দমালা, পংক্তি হবে
সভ্যতার উপর অসভ্যতার দংশন নিরোধক I
একটি কবিতা....
একটি কবিতা যদি শুনিয়ে দিতো কেউ I
সাহিত্য-নন্দনকাননের প্রস্ফুটিত যে গোলাপ
অবিরাম মানুষকে সুবাসে মোহিত রাখে,
সে সুবাস সাম্প্রদায়িকতার বন্ধন ছিন্ন করে অভিসারে
পৌঁছে যাবে মনুষ্যত্বের কাছে।


রচনাকাল :জুলাই ৩১,২০১৬, টরন্টো, কানাডা I