মধুর আমার মায়ের হাসি
--সুহেল ইবনে ইসহাক


যতদিন তুমি ছিলে মা, বুঝিনি কষ্ট কী|
সব সময় হাসি আর আনন্দের মাঝে
ডুবে রেখেছিলে আমাদের, কী মধুর ছিল সে হাসি!
আজ তুমি নেই বলে জীবন থেকে আনন্দ-সুখ
দুটো জিনিস হারিয়ে ফেলেছি ঠিক,
তবে হাসিটা আজও হারাইনি|
তুমিই শিখিয়েছিলে মা কিভাবে শত কষ্টের মাঝেও হাসতে হয়,
কিভাবে মানুষের মতো করে বাঁচতে হয়|
মনে পড়ে, তুমি বলেছিলে
আমাদের মাঝেই তোমার সব সুখ,
আরো বলেছিলে, খোকা যখন নিজেকে খুব একা লাগবে
তখন মনে করবি আমি সারা পৃথিবীর বাতাসে জড়িয়ে আছি|
কিন্তু মা, পৃথিবীর সব বাতাসকে বুকে জড়িয়ে ধরেও
তোমার স্পর্শ পাইনা, নয়নের জল চিবুক বেয়ে ঝরে পড়ে...
তুমি বলেছিলে না, “যখন আমার কথা খুব মনে পড়বে
রাতের ওই ধ্রুব তারাটির মাঝে তোমরা আমায় খুঁজে পাবে|
আমি তোমাদের জীবনে ধ্রুব তারার মতো অমর হয়ে থাকবো|”
তাই প্রতিরাত ধ্রবতারার মাঝে তোমায় খুঁজি |
কিন্তু পাইনা, হৃদয়টা পাথর হয়ে যায়|
আমার অফুরন্ত কষ্ট দেখে কতদিন আকাশ তার
বুক ফাঁটা কান্না ঝরিয়েছে |


রচনাকাল : অক্টোবর ০৩,২০১৬, টরন্টো, কানাডা|