অলীক স্বপ্ন
--সুহেল ইবনে ইসহাক


স্বপ্ন ছিল,বাগানে ফুল, শ্যামল বনভূমিতে
পাখিদের কলতান থাকবে,
পিপীলিকারা দল বেঁধে আহার সংগ্রহে ও
মৌমাছিরা মধু সংগ্রহে যাবে I
স্বপ্ন ছিল,ন্যায়নীতির পতাকা উড়বে নীল আকাশে,
সভ্যতার সমাজের সুবিধা বঞ্চিত মানুষেরা
পাবে ন্যায্য অধিকার,
স্বপ্ন ছিল,এক হয়ে সবাই সাজাবো সোনার বাংলাদেশ I
সেই স্বপ্ন নিয়েই হায়েনাদের কবল থেকে দেশটাকে
ছিনিয়ে এনেছিলো পূর্বসূরীরা I
স্বপ্ন ছিল,মা বোনেরা আর নির্যাতিতা হবে না,
সবুজ চত্বরে রচিত হবে সুখের বাগান I
স্বপ্ন ছিল,মিছিল হবে,স্লোগান হবে
ক্যাম্পাসে,পার্কে, মাঠে, বাজারে, রাজপথে ওদের বিরুদ্ধে
যারা মানবতার শত্রু,বিড়াল তপস্বী I
স্বপ্ন ছিল,সভ্যতার বাগানে ভদ্রবেশী দজ্জালদের
অসভ্যতার খেলা বন্ধ হবে I
স্বপ্ন ছিল, জীবন বাজী রেখে দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে লড়বো
যেমন লড়েছিল, আমাদের মুক্তিসেনারা।
কিছু গোষ্ঠীর পিছুটান স্বত্তেও
এগিয়ে চলছি আমরা,চাই সম্মিলিত পথচলা I
ক্ষুদ্র স্বার্থে ভিন্নমত,বিভাজন থাকলেও
বৃহৎ স্বার্থে আমরা থাকবো একই প্লাটফর্মে,
অথচ রাজনীতির সংজ্ঞার্থই আজ পরিবর্তিত হতে চলেছে I


রচনাকাল: নভেম্বর ০৩, ২০১৬, টরন্টো, কানাডা