সেইন্ট লরেন্সের তীরে
  --সুহেল ইবনে ইসহাক


হালকা ঝিরঝির বাতাস যখন বালসামের পাতাগুলোকে  
কাঁপিয়ে দিয়ে যায়, তখন আমার খুব ইচ্ছে করে
ওই বাতাসে তোমার অবাধ্য চুলের উড়াউড়ি দেখতে।


আমাকে দাও নিঝুম একটা সন্ধ্যা,
বরফাচ্ছন্ন সফেদ বর্ণিল সে সন্ধ্যায় মোহময়ী তোমাকে দেখব দুচোখ ভরে।  
তখন আমি তোমাকে, তোমার হৃদয়কে জড়িয়ে নেব
অনন্তকালের ভালবাসার বন্ধনে।


ভালোবাসা আজ  আমার অবুঝ হৃদয় গভীরভাবে উপলব্ধি করতে পেরেছে।
একটু একটু করে তুষারকণা ছড়িয়ে পড়ছে নীল আকাশ হতে।
আর তোমার ভালোবাসা আমার নিউরনের
প্রতিটি কণা ছড়িয়ে দিচ্ছে ভালোলাগার বার্তা।


সেদিন সেইন্ট লরেন্স নদীর পাড়ে হাঁটতে হাঁটতে
স্মৃতির অতলে ডুব দিয়ে পেলাম তোমার দেয়া ওই লাল গোলাপ।
ব্যস্ততম দিনগুলোর কোনো এক ছুটির দিনে ভালোবাসা মাখা
সেই গোলাপটিই ছিল আমার এক বিশাল প্রাপ্তি।


রচনাকাল: ১৯ মে, ২০২০, টরন্টো, কানাডা।