<শেক্সপীয়রীয় সনেট, স্বরবৃত্ত ছন্দে রচিত>



(সাহায্য চাই শুধুই, কাছেতে তোমার।
করে দাও যত পাপ- মার্জনা আমার।
এনেছি ঈমান আমি- উপরে তোমার।
তোমারই কাছে সব- ভরসা আমার।
উত্তম প্রশংসা সব- কেবলি তোমার।
আমি শুধু তোমারই- শুকরিয়া করি।
করিনা কুফর কভু- আমি যে তোমার।
অবাধ্য তোমার যারা- পরিত্যাগ করি।)


(তোমারই শুধু আমি- করি আরাধনা।
খুশিতে শুধু তোমায়- সালাত, সেজদা।
তোমারই কাছে সব- প্রচেষ্টা প্রার্থনা।
রহমতের আশায়- থাকি আমি সদা।
করি আযাবের ভয়- সর্বদা অন্তরে।
তোমার আযাব শুধু- কাফেরের তরে।)



রচনাঃ-১লা জানুয়ারি ২০১৬ ইং