প্রেম, তো করিনি আমি-
      জীবনে কখন ও হায়!
ভালবাসি এ কথাটি-
      কিভাবে বলবো তোমায়?
মন আমার ভয়ে ভীত!
      না জানি কি যে হয়!
ভালবাসি শুধু-তোমায়,
      বলতেই লাগে ভয়!


এত কাছে আসা-
এত ভালবাসা-
         কেন জানি তোমার জন্য!
তোমায় যদি পেতাম;
মোর হৃদয়ে বসাতাম,
         খুঁজতে চাই না আর অন্য।
তোমাকেই চাই,
শুধু-তোমাকে চাই,
         হৃদয়ের কোণ থেকে বলছি।
দেবে কি-না মন?
ভাবি সারাক্ষণ!
         কান পেতে শুধু আজ শুনছি।
শুধু একটাই ভাষা,
মনে বড় আশা!
        আমি পাব আজ, 'তানিয়াকে'।
বলতেছে, 'সুমন'-
মানে না'তো মন,
       জীবন দিয়েও চাই, তোমাকে।
তুমি শুধুই আমার,
যত চাওয়া-পাওয়ার,
       হৃদয়ের ভাষা বুঝে নাও
মনেরই ব্যঞ্জনা-
তুমিইতো অঞ্জনা,
       তোমারি মন আজ আমায় দাও।


  (২০জানুয়ারি ২০১৫)