পানাহ চাচ্ছি
প্রভু তোমার কাছে,
বিতাড়িত শয়তান
যেন না আসে কাছে।


শুরু করছি নামে
পরম করুণাময়,
আল্লাহ্ নামে
যিনি অতি দয়াময়।


প্রশংসা করি সব
শুধুই তোমার,
পালনকর্তা নাম
আল্লাহ্‌ যাহার।
সৃষ্টিতে যত কিছুই
পালনকারী,
শোকর কেবল করি
আল্লাহ্‌ তাঁরই।


করুণাময় তিনি
অতি মেহেরবান,
আল্লাহ্‌ তিনি
তাঁর নাম রহমান।


অন্য আর কেহ নাই
সেদিন মোদের,
বাঁচাবেন আযাব থেকে
রোজ কিয়ামতের।
মালিক তিনিই শুধু
আল্লাহ্‌ যিনি,
বিচার দিনের মালিক
শুধুই তিনি।


করি মোরা গোলামী
শুধুই তোমার,
নাই কেহ ভুবনে
সাহায্য চাওয়ার।
তোমারই কাছে যেন
সব কিছু চাই,
তুমি ছাড়া সাহায্যের
আর কেহ নাই।


দেখাও মোদের প্রভু
সেই সোজা পথ,
যেখানে রয়েছে শুধু
বরকত রহমত।


সে পথে মোদের
চালাইও না আর,
চির অশান্তি আযাব
যে পথে তোমার।


পথভ্রষ্ট হয়েছে যারা
হয়েছে গোমরাহী,
সে পথ থেকে মোরা
আজ পানাহ চাহি।


কবুল কর প্রভু
তুমি দয়াময়,
তোমার হুকুম মতে
জীবন যেন হয়।


রচনাঃ- ১০ নভেম্বর ২০১৫