সময়ের বিবর্তনে মানুষ অনেক কিছু বলে ও করে থাকে ।
তবে সব বলা ও সব করা গুলো যে লক্ষে নিয়ে তৈরি তা অনেক সময় পথভ্রষ্ট হয়।তবে এক মাত্র সঠিক লক্ষ্য হল তার মানের মাজে জেগে  উঠা সুপ্ত সুন্দর মানব উনয়ন স্বাদন হয় এমন কাজ ।যে কাজ গুলো  মানুষের মনে দাগ কাটে । আর কবিতা হল সেই  সুপ্ত প্রতির-গুলোর অন্যতম মাধ্যম । যার মাধ্যমে মনের না বলা  কথা গুলো ফুটে ওঠে তার লেখনী দিয়ে ।
যুগ যুগ পেড়িয়ে এখন ও বলতে গেলে কবিতার মাধ্যমেই সমাজের কলুষতা অন্যায় তুলে ধরা হয় ।