আমার লেখাতে তেমন একটা অভিজ্ঞতা নেই তার পর ও লিখে যাই ।আমার [কবিতার মানে] আলচনা সভায়  লেখাটি আপনাদের অনুপ্রিত করেছে ।তাই আমার এভারের লেখা প্রাপ্তি । আমি মনে করি আমারা বেশির ভাগ লোক ই শুধু নিজের কথা ভাবি সমাজ বা দেশের কথা কয়জন ভবি ।
যদিও আমরা নিজেদেরকে স্বাধীন বলে থাকি , আসলেই কি আমরা আজো স্বাধীন হতে েপরেছি । মনে অনেক কিছু বলার থাকে আসলে সবটাতো আর বলতা পারিনা  পারিনা ।হয়ত অনেকেই বলেতে পারেন কেন বলতে পারেন না,যদি এমন প্রশ্ন কার ও  মনে  এসে তাকে তাহলে বলবো ।যে আজো আমরা পুর পুরি স্বাধীন কিনা সেই প্রশ্ন মাথায় আসে । সমাজে তো আজো অনেক গুনি লোক আছে তাদের কি আমরা যথাযথ সম্মান্ দিতে পেরেছি ।আর অনেক সত্য গুলো তো আমরা জেনে ও  না জানার মত করে থাকি।কিছু মুষ্টিমিয় দুষ্ট লোকের ভয়ে ।আমরা সমাজ থেকে বা দেশ থেকে তথা  মানুষের জন্য কতটুকু করতে পারলাম ঐ মানুষগুলোর জন্য যারা ।সমাজ কে দিয়ে গেছে অনেক বিনময়ে শূন্য হাতে ফিরে গেছে।
আর কবিতার কথা কি বলবো যেখানে নিজের বা সমাজের করুন পরিনিতি সেখানে ভাল কবিতা বা ভাল লেখা কি আসা করা উচিত ।আজো আমরা বন্দি কোন এক অন্দ শক্তির কাছে।জানিনা কবে মিলবে মুক্তি।কবে দেশ হবে সোনার বাংলাদেশ।অপেক্ষায় আছি সেই সোনার বংলার।