অনুভূতির ক্ষুদ্র ক্ষুদ্র আবেশ, ব্যাপিত মনের চরাচরে।
উঁকি দেয় ফিরে ফিরে মনের আকাশ জুড়ে।


দুঃখ-বেদনা খেলা করে, ব্যথিত প্রণয় সলিলে!
অবকাশ যাপনে উদ্বিগ্নতা ভীড়ে, মনে তিক্ততা আসলে।


প্রীতির মায়া ডুরে বন্ধনে জড়ালে, অন্তর কাঁদে কামনায়!
অন্য রকম এক সুখের অনুভব নিয়ে ফিরে অজানায়।


মুক্ত মনে বিহঙ্গের ন্যায় স্বাধীনতার আশে !
মোহিত মায়ায় মরীচিকার ছায়া মনে জেগে বসে।


আসক্তির আষ্টেপিষ্ঠে মায়ার প্রবল আকর্ষণ।
বিচ্ছেদ বেদনায় কেঁপে উঠে  মনের উচাটন !


অলীক স্বপ্ন বুনে ভাবনার আবেশে।
অন্তনিহিত অদৃশ্য ভাবনা বলয়ের প্রাচীরের বেশে।


উন্মুক্ত অন্ধ মনের আঙ্গিনা সব কুঁড়িয়ে লয়।
বাস্তবতা সে বুঝেনা, আবেগে পায় ভয় !


কারো কথার বুঝ মানেনা, শুনে হৃদয়ের যত বায়না।
প্রণয় বিলাসে যাপন করে ক্ষণকাল, আবেগ মনকে ছাড়েনা।




রচনাকালঃ ১৩/০৩/২১ইং
দুপুর:১২.৪৩ মিনিট