আমি বলতে কিছু নেই, এই নশ্বর জগতে।
প্রভু সেজে শোষণ করা, একদিন হবে ভুগতে।


আমি বলতে কিছু নেই, জরা-জীর্ণ জড়ো শরীরে।
স্বীয় নিয়ন্ত্রণ বশে নেই কোন বীরের ?


আমি বলতে কিছু নেই, মনুষ্য লোকালয়ে।
অরণ্যের বুকেও ঠাঁই পাবেনা রবে ভয়ে।


আমি বলতে কিছু নেই, পরম মানব জীবনে।
নিত্য রবোনা কখনো বেঁচে, কোন সাধনে?


আমি বলতে কিছু নেই, অনিত্য ঘর-সংসারে।
কেউ কারো নয়তো ভুবনে, ফেলে যাবো সবারে।


আমি বলতে কিছু নেই, অনুচিত রূপের অহমিকা।
জেনে রাখো নিশ্চয়, ত্বক গঠনে নাই তব কোন ভূমিকা?


আমি বলতে কিছু নেই, গর্বে বলোনা বিত্ত-সম্পদ আমার।
সবই আছে সুখ নাই মনে, সব কর্মফলেরই আধার।


আমি বলতে কিছু নেই, চিন্তন করো এই মেধা কি তোমার?
জ্ঞানের ক্ষমতা না দিলে, শিখলে কি করার সব বুঝার।


আমি বলতে কিছু নেই, আমি আমাকেই জানিনা !
চোখের বারিতে কেঁদে বলি প্রভু সব তোমারই, আমার কিছু না!