সফেদ হৃদয় লুকিয়ে করে নিত্য বিচরণ।
মুখোশ বেঁধে করে যায় সভ্য আচরণ।


সমাজপতিকে ভয় করেনা, ওরা কখন।
মধুর বাক্য কর্ণে শুনায়, করে বিশ্বাস অর্জন।


সংকীর্ণ মনে ঘুরে ফিরে, সদা করে সন্ধান।
সমাদর করে ভীষণ আবার দেয় লোক দেখানো দান।


অকপটে বলোনা ওদের গুপ্ত কল্পনা।
সমীহের ছলে জ্ঞাত হবে সব, বুঝতেও পারবেনা।


সরল মনের আশ্রয় নিয়ে করে বন্ধুত্ব।
দলবলে বাড়ি ভরে, বাড়ায় ঘনিষ্ঠ।


তব বিভব ধ্বংস করে কৌশলে কৌশলে।
রিক্ত করে, কাঙ্গাল করে, তবেই  মন গলে।


গর্বভরে হেঁটে ফিরে ভূ-মৃত্তির ধরায়।
নানা রূপের অভ্যুত্থান হয়, ওদের কায়ায়।


সৎপথ বিসর্জনে করে অন্যায় সাধন।
সন্ধির ছলে বন্ধী বানায়, করে সর্ব হরণ।


সর্মপিত বিশ্বাস বুঝেনা কখনো, ওরা তো কপট !
মিথ্যা তুল্য করে বলে সবার নিকট।


গৌরবে হাসে অট্টহাসি, সব লুটে করে আটক।
সতর্ক বলে আজ ওরা জয়ী, এই নিচু বিশ্বাসঘাতক


০৬/০৫/২১ইং
--------------------
রাতঃ ১০.৪০ মিনিট