বসন্তের আগমনে প্রকৃতির বুকে আসে যেন, নতুন প্রাণের সজীবতা।
অঙ্কুরিত পত্র-পল্লবে সাজে সবুজে শাখা , প্রকৃতি ভাঙ্গে নীরবতা।


কল - কাকলিতে মুখরিত চারিধার, প্রকৃতি পড়ে ঘোমটা।
কোকিলের ডাকে, বসন্তের সাজে, ভরে যায় মনটা।


প্রকৃতির অপার ভান্ডার ভরে উঠে কানায় কানায়।
স্নিগ্ধ আলোক প্রভা ঝরে পড়ে পত্রের শাখায় শাখায়।


আম্র মুকুলের ঘ্রাণে মোহিত ভ্রমর লুন্ঠন করে মধু।
পুষ্পে-পুষ্পে প্রজাপতির প্রেমনিত্য, পুষ্প যেন তার বধূ।


দক্ষিণা সমীরণ বয়ে যায় বাতায়ন জুড়ে।
আবেগে শুষ্ক পরানে, বসন্ত প্রাণ দেয় ফিরে।


শুকনো পাতার মর্মর ধ্বনি, শুষ্কতা-রুক্ষতার হয় যেন অন্ত।
প্রাণের বারতা লয়ে প্রকৃতি ফিরে নিজ রূপে, পূর্ণতা আনে বসন্ত।




রচনাকালঃ ১৯/০৩/২১,  রাত- ০৮.৫৪ মিনিট