আমার এই অস্থির দুর্বার মন বশে আনা অসাধ্য।
কথা শুনেনা কারো বাধা সাধে না হয় না সে বাধ্য!

ছটফট পরানে আরাধ্যের সনে মিলন প্রতীক্ষায়।
একাকিত্বে রয়েছি আজো তার সন্ধানের আশায়!

চপলামতি ভিন্ন সে কি নানান বিলাসে?
বক্ষে বসতি মেলে বসে হাসে আয়াসে।

অশান্ত প্রান্তর কিভাবে করি শান্ত শূণ্যতার আঁধার?
বাক বিতন্ডায় তর্ক রচিয়ে অতৃপ্তার সমাহার।

ব্যাকুল পরানে তুমি বিনে যেন উৎফুল্ল আসেনা!
আকুল পিয়াসে ব্যাকুল তরসায় শান্তি ঘুচে না।

কম্পিত নয়নে অতন্দ্রিত রজনি আপোষ করেনা।
বসনে তোমার স্পর্শের গুপ্ত চতুরায়, অসম সূচনা।

চঞ্চলিয়া সরণির পরে বিটপীর ছায়ারও তলে।
গুনগুনিয়ে প্রেম গীত গাও কটাক্ষের অনলে।

চাঞ্চল্য বেশে উন্মাদনার রেশে জীবন কাটে মায়ায়।
প্রহর গোনছি কাল প্রতীক্ষায়, দৃষ্টিতে ক্ষীণতা জড়ায়!

আন্দোলিত মন প্রেম আলিঙ্গে, বহু সন্তাপ পোহায়!
বিকশিত পরানে এসো মম দুয়ারে প্রেম তরুর ছায়ায়।

ভ্রমিত পরানের বুঝি নাই কোন দিক, নাই কোন গতি!
তবে কি তুমি রয়েছো উন্মনে, দিশাহারা বুদ্ধিতে চঞ্চলমতি?










রচনাকালঃ ২৬/০১/২৫ইং