কোন দোষে আজ দোষী আমি?
তা কেউতো জানলো না।
নিয়তি এত যে নিষ্ঠুর হয়?
তা জানা ছিল না।
হয়তো ভ্রমের ঘোরে পা দিয়েছি।
বিচরণ বিকৃত সমাজে।
আসক্তি এনেছে কুকর্ম যাপন,
করেছে নিন্দিত লাজে।
নিষ্পাপ যখন মনটা ছিল,
তখন কেউ তো বুঝায়নি।
কেউ যদি মোর হাতটি ধরতো,
হয়তো কেউ সময়ই পায়নি।
অভিশাপে-অনুতাপে জীবন আমার,
গুঙ্গিয়ে কেঁদেছি রাতে।
এত বড় আমায় দন্ড দিলে,
এই ছোট অপরাধে।




রচনাকালঃ ১৫/০৭/২০ইং
বিকাল: ০৩.২৭ মিনিট