আমি যতই দেখেছি তোমায়,
ততই পড়েছি প্রেমে।
হর্ষিত হয়েছে হৃদয় মম,
বরণ করেছি জেনে।
তোমাকে বলতে না পারা, কম্পিত মৃদু ভয়।
আমি বুঝেছি  তব আঁখি কি যে কয় ?
হারিয়ে গেছি তাহার অতলে।
আমি যতই দেখেছি তোমায়,
শ্রাবণ জড়ানো দেহে।
ততই বিস্মিত হয়েছি,
তব মায়ার রূপ দেখে।
আমি যতই দেখেছি তোমায়,
জ্যোস্নাময় সিগ্ধ নিশিত রাতে।
মুগ্ধ হয়েছি চমকিত পলকে,
বিশ্বাস নাহি আসে।
আমি যতই দেখেছি তোমায়,
কলসি কাখে আলতা রাঙ্গা পায়ে।
ততই তোমার প্রেমে পড়েছি,
প্রতি ক্ষণে ক্ষণে।
আমি যতই দেখেছি তোমায়,
মল পায়ে হেলে দুলে, সরণির মাঝে চলন।
ততই তোমার প্রেমে পড়েছি,
আবার চোখে বাধিছ শরম।
আমি যতই দেখেছি তোমায়,
ললাটে অর্ধচন্দ্রিকা আঁকা।
ততই তোমার প্রেমে পড়েছি,
রয়েছ পরানে গাথা।
আমি যতই দেখেছি তোমায়,
অলক জড়ানো মুখে।
ততই তোমার প্রেমে পড়েছি,
তব সুখে সুখে।
আমি যতই দেখেছি তোমায়,
ঐ গোলাপী ওষ্ঠের ঝলক।
ততই তোমার প্রেমে পড়েছি,
তাকিয়ে থেকেছি অপলক।
আমি যতই দেখেছি তোমায়,
লাজুক মুখের হাসি।
ততই তোমার প্রেমে পড়েছি,
শুধু তোমাকেই ভালবাসি।




---------------------


তারিখঃ ০১/০৮/২০ইং
রাতঃ ১০.০৫ মিনিট