তমাল তলে শ্রীরাধিকার
নিত্য অশ্রু ঝরে।
দর্শন দেয়না প্রাণনাথ,
মন সুধায় নিকটে না দূরে!
প্রাণনাথ, তোমার জন্য সাজানো
মম পুষ্প ভরা কানন।
এসে যাও বারংবার মন দর্পণে!
হবে কি আমার, অভিসারে মরণ?
বরণ করি গো তোমায় বাঞ্ছাকল্পতরু,
গাই মিলনের গান।
সপ্তসুরে মুরুলি ডাকে, রইতে না পারি!
ভাঙ্গ না তব অভিমান।
আর দিওনা মন যাতনা, সইতে না পারি!
তব চরণের সোনার নূপুরের
রুমঝুম সেই নিক্কণ ধ্বনি,
মম কর্ণে শ্রবণও করি।
প্রণয় এলো সমীপে
অভিমান বিদূরিত করো হে !
এসো না প্রিয়ে গলে পড়াবো পুষ্পমাল্য,
সর্ব  সখির সম্মুখে।



রচনাকালঃ ০৭/০৭/২০ইং