শিক্ষা জীবনকে আলোকিত করে
বিকশিত করে মনন।
শিক্ষাই জ্যোতি, শিক্ষাই জ্ঞান;
আঁধার চিত্তকে করে দমন।


শিক্ষার আলোয় জীবন গড়ে
মানবতার কল্যাণে।
বিলিয়ে দেবো অদম্য শ্রদ্ধা
গরীব-দুঃখীর সনে।


শিক্ষা পুঁথি-গ্রন্থে আবদ্ধ নয়
জীবনে লুকানো রয়।
আচার-ব্যবহারই নৈতিক শিক্ষা
যা শেখানো হয়।


পৃথ্বীর বুকে চোখ বুলিয়ে দেখো
অজানা কত যে রহস্য?
কত যে জ্ঞান জানা অবশিষ্ট;
জ্ঞান গর্ভে প্রচ্ছন্ন রয়েছে অবশ্য।


শিক্ষাই মানবকে ধন্য করে তোলে;
নগণ্য করে অজ্ঞানতা।
জীবন গড়ে উঠে কীর্তিময়ে
মিটিয়ে দেয় বন্যতা।


শিক্ষা মানুষকে দান করে
কর্মগুণে অমরত্ব।
মনুষ্যত্বের চেতনায় উজ্জীবিত করে,
সজীব প্রাণের পুরুষত্ব।


শিক্ষা মোর কর্মে প্রসিদ্ধ হউক;
জ্ঞান গর্ভে দিয়েছে ঠাঁই!
জীবন হলো মোর পূর্ন সার্থক;
শিক্ষার কোন বিকল্প নাই?



                                                                                                                                                                                                                            
                      
রচনাকাল: ১১/০৯/২১ইং
রাত:১২.৫০ মিনিট