তনুর গন্ধে ভাঙলো তন্দ্রা,
আঁখি মেলে হেরি তব অরূপ বদনশশী।
তব দর্শনে দুঃস্বপ্ন যেন লুকিয়ে যায় আধারে।
সখি প্রেম ছোঁয়ালে সবে!
শয্যাপানে শিরদ্বারে তুমি এলে অলক ভিজিয়ে,
ছোঁয়ে দিলে পুষ্পিত কোমল তনুর হস্তে।
চমকে চোখ মেলে দেখি বসে আছো,
মম শিথানের পশ্চাদ কোণে।
কর্ণদেশে সুড়সুড়ি দিয়ে করছো খুনসুটি -
একি করছো তুমি?
দুহাই লাগে ওগো প্রিয়ে,
দিওনা নিদ্রায় যাতনা!
করো ক্ষমা ভুলক্রটি।
মেলে দিলে অলকরাশি মম বদনখানি জুড়ে।
মোহিত ঘ্রাণে ভরে গেলো হৃদয় অন্দর।
মন বলে প্রবল আকর্ষণে ঝাপটে ধরি!
মিলিয়ে নেই মম বক্ষের আসনে।
সিক্ত ওষ্ঠে স্পর্শ করেছো ললাট,
এসে যেনো বলছো, কিগো ঘুম হয়নি প্রিয়,
হলো যে সকাল- সাঁঝ।
গোপনেও যদি ঘরে প্রবেশিও প্রিয়ে,
তনুর গন্ধে ঘুম ভেঙে যায় মোর।
ডাকনা দিয়ে যেওনা বাইরে,
দূর হইয়ো নাগো তুমি শুধুশুধু!



রচনাকাল : ২১/০৭/২১  
দুপুরঃ ০২.৩৫ মিনিট