তুমি ছিলে বলে, আঁখির তারার স্পর্শে ছিলো তোমায় নিয়ে স্বপন।
তুমি ছিলে বলে, মায়ার বন্ধনে অটুট বাসনায় ব্যক্তিত্বের উতপাটন।


তুমি ছিলে বলে, হারিয়ে গেছি সরণির নীরে শ্রাবণের সলিলও খেলায়।
তুমি ছিলে বলে, আপন বুকে একেঁছি তব বদনখানা ক্যানভাস সাজায়।


তুমি ছিলে বলে, পুষ্করিণীর মাঝে জলপদ্ম তুলে আনার প্রণয় বাসনা।
তুমি ছিলে বলে, তটিনীর তটে দুহে মুখোমুখি অ¯তাচলের করি সামনা।


তুমি ছিলে বলে, কত যে প্রণয় পঙক্তি লিখে হয়েছি কবি ?
তুমি ছিলে বলে, আঁখির কোণে মায়ার অশ্রুতে হৃদয়ে বাঁধানো ছবি!


তুমি ছিলে বলে,  আজও যাই শেষ বিকেলে ঘুমšত উদ্যানকে জাগাতে।
তুমি ছিলে বলে,  প্রিয় সেই ফুচকার দোকান খুঁজে মরি হাঁপাতে।


তুমি ছিলে বলে, শহীদ মিনারে দাঁড়িয়ে হ¯তদুহা প্রসারিত ভঙ্গিমায়।
তুমি ছিলে বলে, চিরচেনা গানের কলি বারংবার হৃদয়ে এসে দোলায়!


তুমি ছিলে বলে প্রণয় প্রেয়সী, তব তরে ভালোবাসা এখনও অখন্ড সম্ভ্রমে।
তুমি ছিলে বলে বক্রভাষার বচনগুলি, মিষ্টতায় কর্ণে আসে ভ্রমে।



রচনাকাল:২১/০৪/২২ইং
দুপুর: ০১.৩৭ মিনিট