পরব্রহ্ম স্বরূপে প্রভু, তুমি নিরাকার।
চিরঞ্জীবী তুমি, র্নিগুণ তুমি, সৃষ্টির প্রারম্ভে তুমিই ওঁ-কার।


অনন্ত নিদ্রায় শায়িত প্রভু সৃষ্টির কল্পনায়।
কত কল্প কেঁটে গেল চিন্তায় নিদ্রায়।


সৃষ্টির পূর্বে ছিল না জীবন, ছিল না মৃত্যুর ছায়া।
ছিল না আলো, ছিল না অন্ধকার, সব ছিল অব্যক্ত কায়া।


সৃষ্টি হল নাভি কমল হতে প্রজাপতি-ব্রহ্মা।
আঁখি খুলিল বুঝিতে পারল না, কে মোর পিতা-মাতা?


চৈতন্যতা লাভ করিয়া বসিল যে ধ্যানে।
অনšত বছর পার হইল কারন জানিবার তরে।


পরব্রহ্ম সন্তুষ্ঠ হইল মহাবিষ্ণুরূপে ব্যক্ত হইল নিকটে।
কহিল, আমি তব পরম পিতা এই নিখিল-জগতে।


এই দেহ সৃষ্টি তোমার, আমার অংশ হইতে।
সৃষ্টির নিমিত্তে আর্বিভাব তব, আমার ইচ্ছাতে।


বেদবাণী শ্রবণ কর, ধারণ কর জ্ঞান।
হস্তে লও পবিত্র বেদ, জানিবে সব আমারই জ্ঞান।





তারিখঃ ২৯/০৭/২০ইং
সকাল: ১১.৪০ মিনিট