ভিসুভিয়াসের জ্বলন্ত উদ্‌গীরণ
অথবা বর্ষায় সাগরগামী ধেয়ে চলা -
পদ্মা কিম্বা যমুনা
কিছুই কি থেমে রাখা যায়?
না ছলে, না কৌশলে।
প্রেমিকার শুদ্ধ-আত্মার প্রতি প্রেমিকের টান
কেনো ভাবো তবে, করা যায় রুদ্ধ?
কি ভয়ে, কি অভিনয়ে!


এ-টান ইস্ট্রোজের আর প্রজেস্ট্রেরনের
শুধুই জাদুকরি বিজ্ঞান নয়
মাত্র, যৌবনের ফ্রেমে বাধানো ভালোবাসাও নয় ;
এ-এক রহস্যময় অমৃতের-আবেগী-ককটেল
উপভোগের পাত্রে যা - পৃথিবীকে রঙ্গিন করে
যুদ্ধের ময়দান করে রক্তাক্ত!