মানুষ-মানবিকতা খেরোখাতায় বদ্ধ
ধর্মের নামে অধর্ম, শান্তির নামে অশান্তির ব্রান্ডিং-
                              বাজারে এখন এসবের খুব চল!
শিক্ষিতের চোখ কবে চর্মহীন হয়ে গেলো-
লোকালয় কবে জ্ঞানশূন্য হলো-
সমাজ-দর্পন কবে ক্ষমতার দালালিতে মজলো?
কেউ খবর রাখে নি!  


রোখা যায় নি, রোখা গেলো না-
ধেয়ে আসছে অমানবিক ধূম্রঝড়
ধেয়ে আসছে মানুষরুপী আমানুষের দল
নাচবে বজ্রনাচন, ঝড়াবে শান্তির অম্ল পানি
পদ্মা, যমুনা পাবে খরস্রোতা যৌবন
ফোঁটা ফোঁটা অশ্রু জলে সাজবে সমুদ্র, অলক্ষ্যে!  
প্রতক্ষ্যে তাহা ছিলোনা বলে-
উহার অস্তিত্ব তো আর মিছে ছিল না!
গভীর অন্ধকারে সোল্লাসে চিৎকার করে ওঠে
গ্রামে, মফঃস্বলে এমনকি শহরে
মক্তব, মহাবিদ্যালয় এমনকি বিশ্ববিদ্যালয়ে।
ক্ষত-বিক্ষত মানবতা ক্যান্সারে আক্রান্ত
সৃষ্টির অধিকর্তা নিষ্ঠুর নিরবতা বিলাসে মত্ত
আস্তিকতা, নাস্তিকতা, সাম্প্রদায়িকতার বিষবাষ্পে রুদ্ধশ্বাস
তবুও নিরবে হাসে অন্তর্যামী!
সে এক নির্লজ্জ হাসি
দ্রোহের আগুনে পুড়ছে এ মণ!