বৃষ্টি হবে বলে প্রতীক্ষায় ছিলাম
আকাশে মেঘ ছিলো
       মাটিতে তেষ্টা ছিলো
           আবহাওয়ার পূর্বাভাস ছিলো
                চোখ সজাগ ছিলো, শুষ্ক ছিলো ।
কিন্তু চোখটা -
ঠিক কখন যে ভিজে উঠলো, দৃষ্টির আড়ালে ;
মাটির তেষ্টা তবু মিটলো না
বৃষ্টিও হলো না !
প্রশ্ন ওঠে  -
কোথায় ঘাটতি ছিলো ?
মাটির তেষ্টায় নাকি মেঘের ইচ্ছায় !
মেঘের বজ্রপাতে এখনও ঘুম ভাঙ্গে, অসময়ে
ভয় আর শংকায়, আশা জাগে না
মাটির হাহাকার অনুরিত হয় প্রতিটি কম্পনে!