কোণে পড়ে থাকা পুরাতন আয়নায় চোখ আটকে যায়
        নিজেকে দেখে প্রচণ্ড ধাক্কা লাগে!


নিত্য নতুন ক্যামেরায়
                নতুন মেকআপে
                        নিজেকে মুগ্ধতার চোখে দেখে
                              বিবর্তন'টা পড়া হয়ে ওঠেনি।
কেউ কখনো বলেনি
     এই দেশ নিয়ে
         দেশের এই মানুষ নিয়ে
তোমার ভাবনায় এতো পরিবর্তন কেনো?


কেউ বলেনি-
কিভাবে দেশটা মনের বাহিরে গেলো?
মানুষের প্রতি কোথা থেকে এতো দ্বেষ আসলো?
তোমার স্বপ্নগুলো এভাবে মরলো কেনো? মারলো কেনো!


নতুন আয়নায়, নিত্য নতুন মেকআপ সব ভুলিয়ে রেখেছে!


অথচ, বিবর্তনের কোন সূত্র না মেনে
                        অসম্ভব দ্রুততম সময়ে
                            একটি মনের পরিবর্তন হলো
ব্যক্তিক, সামাজিক, রাষ্ট্রীয় চিন্তা কাঠামো এমনকি একটি রাষ্ট্র দিব্যি উল্টে গেলো!


চোখেই পড়লো না, চোখ এড়িয়ে গেলো
কিম্বা, কেউ দেখতেই চায়নি
অথবা, বর্তমানের অয়নাটা বড্ড বিভ্রান্তিকর!