চেনা নেই, জানা নেই
হঠাৎ এসেই, মনের পূর্ণ-অধিকার চেয়ে বসলে ;
আমিও কি বোকা!
হিপনোটাইজের মতো-
তোমার ইচ্ছে তামিল করলাম মাত্র।
তারপর মনটাকে নিয়ে তুমি
নানা রঙের কষ্টে রাঙালে
আমিও কষ্টে কষ্টে নীল হয়ে গেলাম
তবুও তোমার মায়া আজও ছাড়তে পারলাম না!


অথচ, আজ আমি ভাবছি -
মনটা আসলে এতোদিন কোথায় ছিলো?
আর এখনই'বা কোথায় আছে?
আমার মস্তিস্কে নাকি হৃদপিন্ডে?
                   নাকি সেই তোমার কাছে!
আমি আজও বুঝতে পারলাম না
অথচ-
সেই মনকে নিয়ে তুমি দিব্যি ছেলেখেলা করে ছাড়লে!