তবে কেন তুমি বহুতে হারিয়ে?
ধরা-ছোঁয়ার বাহিরে
তবে কেন মেঘ, এই নিরন্তর ছুটে চলা!
অসীমের পথে...
জীবনে বসন্ত আসবে কত শত ?
আসোনা বৃষ্টি হয়ে নেমে
ধরা দাও তবে সন্মূখে
সিক্ত করো রিক্ত করো
খাড়া দুপুরে অথবা
কাক ডাকা ঠাণ্ডা ভোরে !