তুমি নাই বলে, তুমি নাই বলে
সেই তুমি'ই আছো, প্রতিটি স্পন্দনে;
                             এ যেনো বীজ-গাণিতিক প্রেম!
প্রেম গাণিতিক হোক~
                            আর, বৈজ্ঞানিক অথবা কাব্যিক
প্রেমেই প্রেমিক মরে, এই প্রেমেই পৃথিবী বাঁচে;


একজন প্রেমিকের থেকে, একটি পৃথিবী অনেক বড় কিছু!