আকাশ ভারি একলা,
সেখানে বৃষ্টি নামে
সামান্য একটুকরো মেঘ করলে;
আবার কখনো কালো মেঘে
চারপাশ ছেয়ে যায়-
ঘন হয় মেঘগুলো,
দম মেরে থাকে।
মাঝে মাঝে বজ্রের গজর্নে
নিজেকে চেনায়,
তখন হঠাৎ করে ঝড় ওঠে-
বাতাস পাঁক খেয়ে
ঘুরতে থাকে;
তারপর দ্বিগ্বিদিক ভাসিয়ে
তুমুল বৃষ্টি নামে-
অঝোরে ঝরার পর শান্ত হয়।
আকাশ ভারি একলা-
নিজের মতই খেলা করে
ঝড় থামলে।
আকাশের বুকে তখন
নির্মলতা;
আবার রঙধনুতে ভাসিয়ে দেয়
বৃষ্টি ফুরোলে।
আকাশ ভারি একলা-
মাঝে মাঝে মেঘকে সঙ্গী
করে বাতাসের বুকে
ভেলা ভাসায়।
তারপর একদিন সব মেঘ
কেটে গেলে-
আকাশ সীমাহীন হয়,
তখন তার রঙ হয় নীল।
তখন আকাশের দিকে তাকিয়ে
ফর্সা একচিলতে চাঁদ-
মিষ্টি হাসে।
কী আশ্চর্য!
আকাশ ভারি একলা।