♦♦♦


বসন্ত সমান ছিলো জীবনের যত উষ্ণতা-
বাঁধ ভেঙে জল আসে, নদীভরা তুফানের চোটে-
স্বদেশে বপন করি কৃষকের ন্যায় প্রেমপ্রথা;
অধরার রাত এলে- চাঁদ নেমে জোছনাতে ফোটে।


মানুষ তখন বোনে ছবির ভেতর এক ঘর
বুকের পশমে জাগে মূর্ছিত স্বপ্ন শিহরণ,
পাশে দাঁড়িয়ে থেকে- সহজে আপন হয় পর,
সুরের ভেতর বহে আগাম বৃষ্টি-অনুরণন।


মনের আড়ালে বসে- অতন্দ্র ত্রিলোক জমিনে,
জলের পাহাড় আঁকে অনাগত রমনীর মুখ;
একক চেতনা নিয়ে পাড়ি দিই অলীক বিমানে-
অমরাবতীতে নামে- প্রবাহিত গ্রীষ্মের সুখ।


♦♦♦