দু'পাশে অগ্নিকুন্ডলী জ্বলোমান ছিলো,
নিকষ আধাঁরগুলো হাওয়াতে লুকালো;
পর্বত শিখরে- মাটি আর হিমের প্রণয়!
সেখানে স্পষ্ট ছিলো আমার দেবালয়।


ক্লান্ত হই, তবুও ঘুমঘোরে হাঁটি,-
সবুজ ঘাসের রেশ ছুঁয়ে দ্যায় মাটি,
আকাশের বুকে আঁকা ঘোর অন্তরালে-
ছায়াগুলো মেখে যায় স্মৃতিতে হারালে।


তখন নিঃশ্বাস নিই, নির্বিকার চিত্তে,
উৎস, প্রেরনা হারায় গোলাকার বৃত্তে;
স্থির হয় জমিনের জ্যামিতিক রেখা-
আমার আমিকে করি মৃগয়ার সখা।


দৃপ্ত ছন্দ- মৃত্তিকায়, ধুলি ঝড় তোলে,
গোধুলি ঠিকানা নেয় ধরনীর কোলে;
নাগর হেরিয়া দেবী, দৃশ্যমান প্রায়-
আমিত্তে নিঃসৃত হয় ঘোড়ার অভিনয়।