এইতো আমি,
তোমার মনের ব্যালকোনীতে
দাড়িয়ে আছি।
তুমি নিশ্চুপতাকে সঙ্গী করে
আমায় খুঁজতে থাকো!


স্বচ্ছ দুপুর তোমার চোখে
নির্জনতার ছবি আঁকে।
আর আমি হাত বাড়িয়ে
খানিকটা রোদ মাখি,
উষ্ণতা আমাকে ঘিরে রাখে;
তোমার দৃপ্ত ঠোঁটে
জড়িয়ে ছিলো,
কমলালেবুর কোমলতা।
তাই দেখে কালো ভ্রমর
ঊর্দ্ধশ্বাসে পাখা মেলে
উড়াল দিলো অজানাতে।


হঠাৎ করে বৃষ্টি নামলে
রঙধনুকে সঙ্গে নিয়ে-
ছায়াঘন হতে চাই;
তুমি আমায় খুঁজতে থাকো।
অবেলায় নিবীড় ঘুমের
সঙ্গী হবো বলে,
তোমায় আমি আড়াল করি
মৃদুতর স্পর্শতায়।


এইতো আমি,
ঈশানী বাতাসে-
হতাশাগুলো ছড়িয়ে দিয়ে,
সম্পূর্ণতা নিজের করি;
আর মাত্র দু'পা বাড়ালেই
আমায় তুমি ছুঁতে পাবে।