পুরো পৃথিবী আপন করে নিতে পারলে
হৃদয়ের বিস্তৃতি বহুগুণে বেড়ে যায়;
তখন আর প্রেম মানব-মানবীর থাকে না,
প্রকৃতির সাথে প্রেম করার ইচ্ছা জাগে।


সমগ্রের মাঝে নিজের মৌলিকতা খুঁজে পেলে
পৃথিবীর ঘূর্ণনের সাথে হৃদয়ের স্পন্দন মিলায়,
মাটির সাথে নিজের শেকড়ের সন্ধান পেলে
বাকি সব সম্পর্ক তুচ্ছ মনে হয়।


বিশাল সমুদ্রের বুকে নিজেকে মেলে ধরলে
সিডর টাইফুনের সাথে একাত্মতা হয়,
দিগন্ত বিস্তৃত পাহাড়ের চূড়ায় উঠলে-
সৃজনীর মহিমায় লীন হতে চায়।


উৎসের অন্তরালে দৃষ্টি দেবার চোখ ফুটলে
আপন অদ্বিতীয়তা প্রকাশ্যে আসে;
ছন্নছাড়া পৃথিবীর সাজানোর বৈচিত্র্য দেখলে
সম্পূর্ণ একের মাঝে বিলীন হবার সাধ জাগে।