***


একজন, চৈত্রমাসের
অপেক্ষায় থাকে সারাটি বছর!


বৈশাখি ঝড়ের দিনে সে-
আম কুড়াতে যায় না;
শ্রাবণের অঝোর ধারায়
তার দুঃখগুলো ধুয়ে যায় না।


তাই সে অপেক্ষায় থাকে,
কাশফুলের মেঘে ভেসে-
ভাদ্র-আশ্বিন পেরিয়ে,
অঘ্রাণের পাকা ধানের গন্ধ
তার প্রানকে তাজা করে;
একজন সারাটি বছর
চৈত্রমাসের অপেক্ষায় থাকে।


পৌষের ঝরা পাতায়-
সে তার দিনলিপির চাহিদা
ঝরিয়ে ফ্যালে; মাঘের নীশিথে
অমোঘ পূর্ণিমায় নীলে স্নাত হয়।


ফাল্গুন আসলে,
তার অপেক্ষার প্রহরে
ফুলের সুবাস ছড়ায়;
একজন, চৈত্রমাসের জন্য
সারাটি বছর অপেক্ষাতে রয়।


***