---
বৈশাখের তপ্ত দুপুরে
মনের গহীনে লুকিয়ে ছিলাম,
জল ভরা পদ্মপুকুরে-
আমার আমিকে হারালাম।


হায়রে!
এখন কি হবে?
আজব এই ভবে,
মন খুঁজে বেড়াই মনের ঠিকানায়।


স্বপ্নগুলো ছড়িয়ে রেখে-
দিলাম জলছবি এঁকে,
আমারে আড়ালে টানে
বাতাসের ঘূর্ণিপাকে।


হায়রে!
এখন কি হবে?
সময় ফুরাবে,
জীবন নামের কঠিন মরিচীকায়।
---