★★★


আমি হারাবো তোমার নিকুঞ্জবনে, সখী,
তুমি যদি দাও মোরে ঠাঁই।


একটা রক্তকরবী আলগোছে তুলে
তোমার খোপায় পরাবো;
চোখে মদিরা ভাব নিয়ে
ডাকবো- "কাছে আয়!"
মেঘের গর্জন শুনে ময়ূর
পেখম মেলে দিবে,
ময়ূরী নৃত্য রচিবে ছন্দমালায়।


রুদ্ধশ্বাস আড়াল করে
বাঁশরির সুরে-
আমি সব বেদনারে দিব ভুলায়ে,
অন্তিম রব ছেড়ে মৃগরাজ
চমকায়ে দিবে;
আপনার রক্ত আমি করিব দান
তোমার প্রাণ প্রতিষ্ঠায়।


আমি হারাবো তোমার নিকুঞ্জবনে, সখী,
তুমি যদি দাও মোরে ঠাঁই।


★★★