এভাবে দৃষ্টি দিয়ে বন্দী করো যদি,
আমার পরানে তবে বয়ে যাবে নদী-
আন্ধারে মানিকজোড় সুখ-দুঃখ নামে
উথাল-পাথাল বয়ে তোমাতেই থামে;
কহো কি, ও বন্ধু, নয়নে নয়নে?
তোমারে হেরিব আমি হৃদয়ের বাণে।


আসমানী দুঃখ আছে, সুখে ভরা প্রাণ-
নিশিতে কুটুম্বু মারে অন্তরেতে টান,
যে হাসির মধুমায়া বাতাসে জড়াবে
তোমারি অঙ্গে মোর স্পর্শ ভরাবে।
দিবাকালে ছল করো যাতনে যাতনে-
তোমারে ঘিরিবো আমি হৃদয় রতনে।


সুখ খালি দুঃখ হয়, দুঃখ হয় সুখ;
তোমারে দেখিতে সদা মন উৎসুক,
নিশিকালে ধীর লয়ে, আলগোছে প্রায়-
তোমার স্মরনে আমি নিরালয়ে যাই,
চক্ষেতে চক্ষু রাখি, অন্তর অন্তরে-
দ্বীপ শিখা জ্বেলে দিই হৃদয় বন্দরে।


ঘিরেছি যখন তোমায় আমারি মায়ায়,
লোকে কি বললো, তাতে কি এসে যায়?