***
হে সর্বাধিনায়ক ইন্দ্র,
তুমি দেবতাদের অগ্রগামী মহাপুরুষ;
মনুষ্য জাতির রক্ষা করো বীরত্ব বীর্যে!
সুবিশাল মহাশূণ্য নির্মাণ করে-
তুমি তাদের মাঝে মৃত্তিকার পর্বত রেখেছো।


তোমার প্রবল প্রতাপে-
পৃথিবীর বুকে ভূকম্পন ঘটে,
তোমার ঐশ্বর্যে দেবতারাও স্তম্ভিত হয়।
আপন শক্তিতে পৃথিবীর সকল
গো-মনুষ্য প্রজাতি রক্ষা করো।


মেঘে মেঘে ঘর্ষণে উৎপন্ন বজ্রদ্বারা,
তুমি শত্রুদের বিনাশ করো;
তুমি মহান সেনানায়ক।


এই সুবিশাল বিশ্ব তৈরী করে
দেবতাদের দিয়েছো স্বর্গে স্থিতি,
আর পাপিষ্ঠ অসুরদেরকে-
ভয়ঙ্কর নরকে প্রেরন করো।
দুর্বৃত্তকে অদম্য চিত্তে বিনাশ করে,
তাদের প্রতিপত্তি তুমি অধিগ্রহণ করো।


তুমি মনুষ্যদের সমস্ত পাপের শাস্তিদাতা।
দরিদ্রকে সমৃদ্ধ করে ফেলো-
আপন ঐশ্বর্যে;
তোমার স্তুতিকারী ঋত্বিককে
তুমি ধনবান করো।


তোমার বৈভবে সূর্যের সৃষ্টি হয়েছিল,
তারপর তুমি সমস্ত আঁধারের মাঝে
ছড়িয়ে দিলে ঊষার আলোকবিন্দু;
শুষ্ক প্রান্তরসমূহে তুমি-
সপ্তসিন্ধুর জলস্রোত বহালে।


হে ইন্দ্র,
সকল বৃক্ষরাজি ও প্রাণিকুল
তোমার আজ্ঞাবহ দাসমাত্র!
আমাদের প্রাথর্না স্বীকার করে
তুমি আমাদের পূর্ণ করো।


তোমার আশীর্বাদ ব্যতীত-
ইহজগতে কারো মঙ্গল সাধন হয়না।
সুরজগতের প্রতিনিধিস্বরূপ-
যুদ্ধকালে তুমি শুভপক্ষে বিজয় দাও,
আর মহাপাপী দস্যুগনকে হত্যা করো।
সপ্ত আলোক রশ্মিকে বিশ্লিষ্ট করে
তুমি সাতটি নদীতে প্রবাহিত করো।


হে ইন্দ্র,
তুমি বজ্রবাহু ও দৃড়াঙ্গ;
আমাদের প্রার্থনায় তু্ষ্ট হয়ে-
তোমার প্রকৃত পূজারীকে
তুমি রক্ষা করো।


হে ইন্দ্র,
তুমি দুধর্ষ শক্তিশালী ও
সত্যের রক্ষক;
আমরা প্রিয়জন ও আত্মীয় সকলকে নিয়ে,
চিরকাল তোমার বন্দনা করবো।
***